ঝিনাইদহ জেলার বিভিন্ন পেশায় চাকরিরত কৃতি সন্তানদের নিয়ে গঠিত ঝিনাইদহ অফিসার্স ফোরাম। এটি সর্বাত্মকভাবে একটি অসাম্প্রদায়িক, অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সমাজকল্যাণমূলক ফোরাম। এই ফোরাম এর উদ্দেশ্য হলো সম্প্রীতির মাধ্যমে সমাজ কল্যাণ, শিক্ষা প্রণোদনা, এবং আত্মমর্যাদা সম্পন্ন মানবসম্পদ তৈরির মাধ্যমে উন্নততর, শিক্ষিত, বিজ্ঞানমনস্ক, যুক্তিনির্ভর ও কল্যাণকামী সমাজ গঠন।

সদস্য, যোগ্যতা ও পদ্ধতি

১। ফোরামের উদ্দেশ্য ও কার্যাবলীতে বিশ্বাসী, উৎসাহী এবং গঠনতন্ত্রের প্রতি আনুগত্য ও নিয়মনীতি পালনের সম্মত এমন ঝিনাইদহ জেলার স্থায়ী অধিবাসী।
২। সরকারি (বেসামরিক/ সামরিক), স্বায়ত্বশাসিত সংস্থার (জাতীয় ও আন্তর্জাতিক) প্রথম শ্রেণী/সমমান কর্মকর্তা।
৩। রাষ্ট্রায়ত্ব ব্যাংক ও সরকারি আর্থিক প্রতিষ্ঠানের প্রথম শ্রেণীর কর্মকর্তা/নির্বাহী।
৪। পাবলিক বিশ্ববিদ্যালয়ের/ সরকারি কলেজের শিক্ষক, সরকারি হাসপাতালের চিকিৎসক ও সরকারি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলী।
৫। উপরোল্লিখিত শর্তসমূহের যেকোনো একটি শর্ত পূরণে যোগ্য অবসরপ্রাপ্ত কর্মকর্তা।
৬। ফোরামের ছাপানো অনুমোদিত ফরমে/ online-এ (www.jof.org.bd/register) নির্ধারিত ফিস প্রদান সাপেক্ষে সদস্য পদের জন্য আবেদন করিতে হইবে।
৭। কার্যনির্বাহী পরিষদ আবেদন যাচাই বাছাই পূর্বক সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর/ online approval-এ সদস্যপদ প্রদান করিবেন।

ফোরামের কার্যক্রম সমূহঃ


১। সদস্যগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়ন ও সম্প্রীতি বৃদ্ধি করা।
২। মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, বিনামূল্যে পাঠ্য সামগ্রী ও শিক্ষা উপকরণ বিতরণ এবং মানবিক বিকাশসহ প্রয়োজনীয় ক্ষেত্রে সহায়তা দান।
৩। যুব উন্নয়ন মূলক বিভিন্ন কার্যক্রম সহ বেকার যুবসমাজকে কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধকরণ, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানে সহায়তাকরণসহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ।
৪। স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্য লালন, সংরক্ষণ, পরিচর্যা এবং উপস্থাপনের মাধ্যমে স্বকীয় কৃষ্টি ও সংস্কৃতির চর্চা।
৫। গরীব অসহায় জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন ও স্বাস্থ্য সেবায় সহায়তা করা।
৬। ফোরামের কোন সদস্য কর্তৃক নিজ/মনোনীত নামে ট্রাস্ট ফান্ড গঠন এবং দরিদ্র মেধাবীদের শিক্ষাবৃত্তি প্রদান।
৭। শিল্প-সাহিত্য চর্চায় কার্যক্রম গ্রহণ, উদ্বুদ্ধকরণ, প্রতিযোগিতার আয়োজন ও প্রকাশনা।
৮। শীতার্ত, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদীভাঙ্গন, বন্যা পীড়িত ও মহামারীতে আক্রান্ত অসহায় মানুষের জন্য শীতবস্ত্র ত্রাণসামগ্রীসহ প্রয়োজনীয় দ্রব্য সংগ্রহ ও বিতরণ।
৯। মাদকমুক্ত সমাজ বিনির্মাণে মাদকের কুফল ও এইডস ইত্যাদি দুরারোগ্য ব্যাধির ভয়াবহতা সম্পর্কে গনসচেতনামূলক কার্যক্রম গ্রহণ।
১০। পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচিসহ অন্যান্য কার্যক্রম গ্রহণ।
১১। নির্যাতিত নারী ও শিশুসহ অসহায় মানুষের আইনি সহায়তাসহ মানবাধিকার বিষয়ক কার্যক্রম গ্রহণ।
১২। বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ বৈষম্য দূরীকরণে উদ্বুদ্ধকরণ।
১৩। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস সমূহ যথাযোগ্য মর্যাদায় পালন।
১৪। ফোরামের কোন সদস্য/তার পরিবার (যেমন স্বামী/স্ত্রী, ছেলে-মেয়ে) অসুস্থ হলে বা মৃত্যুবরণ করলে সদস্যকে বা তার পরিবারকে প্রয়োজনে আর্থিকভাবে সহযোগিতা করা।
১৫। ফোরামের সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা।
১৬। ফোরামের কোন সদস্য মৃত্যুবরণ করলে তার জন্য ধর্মীয় রীতি অনুযায়ী দোয়া বা আশীর্বাদের ব্যবস্থা করা।
১৭। শিক্ষাপ্রতিষ্ঠান, দাতব্য চিকিৎসা কেন্দ্র, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হতে অনুমোদন গ্রহণ।